php glass

রেলের বিভাগীয় প্রকৌশলীকে কর্মচারীর মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রেলওয়ে ভবন

walton

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী শেখ নাঈমুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে চারটায় পাহাড়তলী রেলওয়ের প্রকৌশলী ভবনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, রেলওয়ের শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত এক অনুষ্ঠানে দায়িত্বরত বেশ কয়েকজন কর্মচারীকে নিয়ে যায়। ছুটি না নিয়ে কাজে ফাঁকি দেওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলের নির্বাহী প্রকৌশলী শেখ নাঈমুল ইসলাম তাদের অনুপস্থিত দেখাতে বলেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই সব কর্মচারী এসে তাকে মারধর করেন। এসময় সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিনা চিঠিতে আমাদের কর্মীদের অনুপস্থিত দেখাতে বলায় কয়েকজন এর প্রতিবাদ করেছে। তাকে মারধর করার বিষয়টি মিথ্যা।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ বাংলানিউজকে বলেন, মারধর করার বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
জেইউ/টিসি

জাপার সাবেক হুইপসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রেল ইঞ্জিনের সক্ষমতা বাড়াতে ২৪২ কোটি টাকার প্রকল্প
স্বর্ণ মেলা: সিলেটে প্রথমদিনে আদায় ৫১ লাখ টাকা
প্রভাবশালীদের দখলে কক্সবাজার সমুদ্র সৈকত
উত্তরবঙ্গসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়া
বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধী দলীয় নেতার অভিনন্দন
খালেদা জিয়ার মুক্তি দাবিতে কর্মসূচি দেবে ২০ দল
ভারত-পাকিস্তানের বিপক্ষে সেরাটাই খেলতে চান মাশরাফি
মাদক মামলায় মিয়ানমার নাগরিকের কারাদণ্ড