php glass

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

চট্টগ্রাম: প্রাইভেটকার ও বাসের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভাটিয়ারি ও নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হিরা মনি (৩)বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মেজ মিয়া কলোনির মো. ইউসুফের মেয়ে।

তবে ভাটিয়ারি এলাকায় বাসের ধাক্কায় নিহত রিক্সা চালকের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, দুপুর তিনটার দিকে বহদ্দারহাট এলাকায় কারের ধাক্কায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বাসার সামনে খেলার সময় তাকে কার ধাক্কায় বলে পরিবার জানিয়েছে।

তিনি আরও বলেন, ভাটিয়ারি থেকে আহত অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিচয় পাওয়া না গেলেও সে রিক্সাচালক বলে জানা গেছে। তার পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯

এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করার নির্দেশ আ’লীগ নেতাদের 
শ্রীপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
নেত্রকোণায় আ’লীগ নেতাকে পিটিয়ে জখম
দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
গাইবান্ধায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি


সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জামালপুরে যমুনার পানি বিপদসীমার ১৫২ সে. মি. ওপরে
এইচএসসি পরীক্ষার ফল দেখা হলো না মইনুলের 
সিরাজগঞ্জে রিং বাঁধ ধসে ৫ গ্রাম প্লাবিত
চাঁদে অবতরণের ৫০ বছর পূর্তিতে পর্যবেক্ষণ ক্যাম্প-সভা