প্রতীকী ছবি
চট্টগ্রাম: পটিয়ায় বিএনপি কর্মীর হামলায় দিল মোহাম্মদ (৩৫) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দিল কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার মো. ইউসুফের ছেলে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জানান, বিএনপির কর্মীরা ফকিরা মসজিদ সংলগ্ন বাজারে কিছু লোককে টাকা বিলি করছিলো। দিল মোহাম্মদ তাদের বাধা দেন। এসময় বিএনপি কর্মীরা দিলের মাথায় ইটের আঘাত করলে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম।
পটিয়ায় এখন যৌথবাহিনীর অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসকে/আরআর