পেট্রোল বোমাসহ আটক বিএনপির দুই নেতা
চট্টগ্রাম: নগরের খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে ১৮টি পেট্রোল বোমাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
আটক দুই বিএনপি নেতা খুলশী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে টাইগারপাস এলাকা থেকে ১৮টি পেট্রোল বোমাসহ বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসকে/টিসি