ছবি: প্রতীকী
চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিএনপি প্রার্থীর প্রচারণার গাড়ি থেকে পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বু্ধবার (২৬ ডিসেম্বর) দুপুরে এসব বোমা ও অস্ত্র পাওয়া যায় বলে বাংলানিউজকে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (অপারেশন) মো. জাব্বারুল ইসলাম।
তিনি বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও অস্ত্র সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা বাংলানিউজকে বলেন, ‘ভাটিয়ারীতে বিএনপির প্রার্থীর প্রচারণার গাড়ি থেকে একটি অস্ত্র, পেট্রোল বোমা, বোমা তৈরির কিছু সরঞ্জাম পাওয়া গেছে। তবে কাউকে আটক করা যায়নি।’
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এসকে/এসি/টিসি