পিইসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লাস। ছবি: বাংলানিউজ
চট্টগ্রাম: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে পাসের হার ৯৭.৯৮ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৮৭ শতাংশ।
পিইসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। ইবতেদায়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।
এ বছর পিইসিতে নগরসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ১ লাখ ৪১ হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।
অন্যদিকে, ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসইউ/এসি/টিসি