শীতার্তদের পাশে মনজুর আলম
চট্টগ্রাম: মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে উত্তর পাহাড়তলী এলাকায় গরীব-অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এম মনজুর আলম।
মনজুর আলম বলেন, এখন শীতকাল, এ সময়ে গরীব-অসহায় মানুষরা শীতবস্ত্রের অভাবে কষ্ট পান। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে। আমি মনেকরি এভাবে সকলকে এগিয়ে আসা উচিত।
উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুছ রিজভী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
জেইউ/টিসি