ডা. আফছারুল ও আবদুল্লাহ আল নোমান
চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফছারুল আমিন, বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এছাড়া ছবি দেওয়া সাপেক্ষে বাসদ প্রার্থী মো. মহিন উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।পাশাপাশি বিএনএফের জিএমএম আতিউল ওয়াসীম, ওয়ার্কার্স পার্টির সৈয়দ মো. হাসান মারুফ এবং স্বতন্ত্র প্রার্থী (জামায়াতে ইসলামী) শাজাহান চৌধুরীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসকে/এসি/টিসি