প্রতীকি
চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা বান্ডেল রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান ও ২টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন।
শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের ২টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
এমআর/টিসি