বক্তব্য দেন ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. রবিউল হোসাইন
চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) মোবাইল কমিউনিকেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নগরের জামালখানে সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ সেমিনারের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খান। প্রধান বক্তা ছিলেন সিআইইউর ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. রবিউল হোসাইন।
মো. রবিউল হোসাইন বলেন, মোবাইলের ব্যাটারির স্থায়ীত্বকাল বৃদ্ধি করা ও নেটওয়ার্ক সিস্টেম ইন্সটলেশনের খরচ কমানো নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। এ ক্ষেত্রে অনেকগুলো বাধার মধ্যে পিএপিআর নামক সমস্যাটির কার্যকর সমাধান করা জরুরি। এতে করে আমাদের জাতীয় সম্পদ ব্যান্ডউইথ ও স্পেক্ট্রামের কার্যকারিতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কিং নিয়ে ভালো মানের কাজ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মুঠোফোনের সিগন্যাল পাঠানোর ধরণ ও নেটওয়ার্ক শক্তিশালী করাসহ অসংখ্য বিষয় সাধারণ মানুষের কাছে সহজতর করা গেলে বাংলাদেশে প্রযুক্তিখাতে বড় ধরনের পরিবর্তন আসবে।
অধ্যাপক ড. মো. রেজাউল হক খান বলেন, সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহারেরও পরিবর্তন ঘটছে। যার ফলে সাধারণ মানুষ থেকে সমাজের প্রত্যেকে কর্মজীবনে সুফল পেতে শুরু করেছে।
টেলিকমিউনিকেশন নিয়ে আরও বেশি করে গবেষণা হলে বাংলাদেশ প্রযুক্তিখাতে বিশ্বের বুকে সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমআর/টিসি