১৭ পূজা মন্দিরে অনুদান দেন সংসদ সদস্য দিদারুল আলম।
চট্টগ্রাম: সীতাকুণ্ড সংসদীয় আসনের ১৭ পূজা মন্দিরে অনুদান দিয়েছেন সংসদ সদস্য দিদারুল আলম।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে সংসদীয় আসনভুক্ত কাট্টলী ও পাহাড়লীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রতিটি মন্দিরে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার টাকা অনুদান দেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম।
অতিথি ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, লোকমান হোসেন, অ্যাডভোকেট চন্দন তালুকদার, চন্দন দত্ত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে সুষ্ঠুভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন এ দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। তাই তিনি সারা দেশে প্রচুর ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নকাজ করেছেন।
আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এআর/টিসি