php glass

আগ্রাবাদে বস্তিতে আগুন, পুড়ে গেছে ২৯ ঘর

466 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
নগরীর আগ্রাবাদ ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা ওয়ার্ডের বহুতল কলোনির একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ‍অন্তত ২৯টি ঘর। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা ওয়ার্ডের বহুতল কলোনির একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ‍অন্তত ২৯টি ঘর।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিশান্তর বড়ুয়া বাংলানিউজকে জানান, চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘কলোনিটিতে ৪টি লাইনে টিনের ঘরগুলো অবস্থিত। ফায়ার সার্ভিস সদস্যরা যথাসময়ে উপস্থিত হয়ে আগুন নির্বাপন করায় অন্তত ৩০০টি পরিবার আগুন থেকে রক্ষা পেয়েছে।’

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ১০, ২০১৪

মাগুরায় ডেঙ্গু মশার উপদ্রবে সাধারণ মানুষ অতিষ্ঠ
নয়নার হাত ধরে কলকাতা পাচ্ছে বাংলাদেশের স্বাদ
‘মোবাইল ছিনতাইয়ের জেরে’ রিফাত খুন!
রিইমাজিং নেটওয়ার্কিং ও ডেটা সেন্টারস সামিট অনুষ্ঠিত
বাংলাদেশি পাসপোর্টে বিদেশে রোহিঙ্গা পাচার


রিফাত হত্যা: রাব্বি আকনের স্বীকারোক্তি
জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি
ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান