php glass

শাহ আমানতে রোহিঙ্গাসহ আটক ৪০

359 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

walton
মিথ্যা তথ্য দিয়ে দেশ ত্যাগ এবং রোহিঙ্গা সন্দেহে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব যাত্রী মিথ্যা তথ্য দিয়ে সুদান হয়ে লিবিয়া যাচ্ছিল।

চট্টগ্রাম: মিথ্যা তথ্য দিয়ে দেশ ত্যাগ এবং রোহিঙ্গা সন্দেহে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব যাত্রী মিথ্যা তথ্য দিয়ে সুদান হয়ে লিবিয়া যাচ্ছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে পাঁচটায় ফ্লাই দুবাই এবং ৬টায় ওমান এয়ারের ফ্লাইটে করে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল তাদের।

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‍অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসব যাত্রী মিথ্যা তথ্য দিয়ে সুদান হয়ে লিবিয়া যাচ্ছিল বলে জানান তিনি। এছাড়া আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ফ্রি ব্যাগ, ৪ লাখ লিফলেট
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আবুল হাশেম
ভালুকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অবনী মাহবুবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত
শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক অজয় বড়ুয়া


২৪০০ কোটি টাকার জিপিএইচে ৮৮৫০ জনের কর্মসংস্থান হবে
পদ্মাসেতুতে রোডওয়ে গার্ডার বসানো শুরু
ছেলেধরা সন্দেহে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু
শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় দোয়া
ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়লো