চট্টগ্রাম: নগরীর আদালত এলাকার রেজিস্ট্রি অফিসের সামনে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা সকলেই পুলিশ সদস্য।
মঙ্গলবার সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. শাহজাহান, তুহিন আহমেদ, মো. সেলিম, মো. রাসেল। এদের মধ্যে শাহাজাহান আর্মড পুলিশের এসআই এবং বাকিরা কনস্টেবল।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আদালতে দায়িত্ব পালন শেষে দামপাড়া পুলিশ লাইনে ফেরার সময় পুলিশ সদস্যরা এ দুর্ঘটনার শিকার হন। পুলিশ সদস্যদের বহনকারী বাসটি রেজিস্ট্রি অফিসের সামনে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী জেলা পরিষদ মার্কেটের দেয়ালে ধাক্কা লাগে। এসময় বাসের ভেতরে থাকা পুলিশ সদস্যরা আহত হন।
“আহত চারজনের মধ্যে একজন আর্মড পুলিশের এসআই, বাকিরা কনস্টেবল। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ‘দুর্ঘটনার শিকার চার পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।’
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ১০, ২০১৪