php glass

জমি নিয়ে বিরোধ

সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

125 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছেন।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে হাসনাবাদ গ্রামের ওমর গণি ও নুরুল ইসলামের পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- মো. নজরুল ইসলাম (৪৫), আকবর হোসেন(১৪), মায়মুনা খাতুন(৫৫), মো. জামশেদ (২২) ও মো. আশরাফ (২৮)।

এছাড়া স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মো. শাহেদ (২৫), মান্নান(২৬), ওমর গণি (৪৫) ও জোসনা বেগম।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার আক্তার বাংলানিউজকে বলেন, মুরাদপুর হাসনাবাদ এলাকায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আতহ ৫জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হযেছে।

তাদের শরীরে বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। শুক্রবার সকালে উভয় পক্ষের আত্মীয় স্বজন তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান নেয়। পরে সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়:১৪১০ঘণ্টা, মে ১৬, ২০১৪

৫ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬৪ জেলার ‘মেন্টর’
বেরোবি ভর্তি পরীক্ষা: সব ইউনিটের ফল প্রকাশ
চিলিতে বিক্ষোভে নিহত ২৪, আটক ৬ হাজার
কাতার বিশ্বকাপের দর্শকরা পাবে প্রমোদতরীর স্বাদ
আইসিটি সেক্টরে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে: পলক


প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান
দণ্ডিত সেই শিশুদের মুক্তির বিষয়ে জানতে চান হাইকোর্ট
সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড হৃদয়ের
৭ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো শুরু বৃহস্পতিবার
চুয়াত্তরের দুর্ভিক্ষের ছায়া দেখতে পাচ্ছি: সেলিমা রহমান