php glass

‘যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

106 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের নেতারা।

চট্টগ্রাম: সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের নেতারা।

তারা বলেছেন, গণজাগরণ মঞ্চ নিয়ে কোনো ধরণের ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। মঞ্চে বিভেদ তৈরির জন্য চক্রান্ত হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর এবং পূর্ব ঘোষিত ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার বিকাল চারটায় নগরীর চেরাগী মোড়ে আয়োজিত এক সমাবেশে গণজাগরণ মঞ্চ নেতৃবৃন্দ এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ। যতদিন বিচার শেষ হবে না ততদিন আমরা ঘরে ফিরব না।

সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, সংগঠক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়। উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, যুব নেতা কায়সার আলম, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল ও প্রিন্স রুবেল, শিক্ষিকা সালমা জাহান মিলি প্রমুখ

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সংহতি প্রকাশ করে খেলাঘর , উদীচী, প্রমা ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

নারী নির্যাতন মামলার আসামি কারাগারে
মানসিক উন্নতির জন্য বাড়ির পথে আলাউদ্দীন আলী
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ইংল্যান্ড থেকে সাইকেলে হজযাত্রায় ৮ ব্রিটিশ মুসলিম
যশোর বোর্ডের ১৮ কলেজে শতভাগ পাস


শ্রীমঙ্গলে ডিম ফুটে বের হলো ‘শিশু অজগর’
বায়ু দূষ‌ণ: গাজীপু‌রে ২ স্টিল কারখানা‌কে জ‌রিমানা 
ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠন
ভোলায় পাসের হার ৭৩.২৯ শতাংশ
রাজশাহীতে পাসের হারে মেয়েরা, জিপিএ ৫-এ ছেলেরা এগিয়ে