চট্টগ্রাম: চট্টগ্রামে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যাদেবী হিসেবে পরিচিত স্বরস্বতী পূজা করছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
ঘরে ঘরে পূজার আয়োজনের পাশাপাশি বর্ণাঢ্যভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে স্বরস্বতী পূজা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, সরকারী মহসিন কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজ, আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদ, বাংলাদেশ চাটার্ড অ্যাকাউন্টেন্সি শিক্ষার্থী সংঘ, মাষ্টারদা সূর্য সেন সংঘ, ছাত্র যুব ঐক্য পরিষদ, ওমরগণি এমইএস কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সাড়ম্বরে এ পূজা উদযাপন করছে।
এছাড়া নগর জুড়ে পাড়ায় পাড়ায় স্বরস্বতী পূজা উপলক্ষে বাজছে বিভিন্ন ধরনের গানবাজনা। ভোরে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশেষ করে শিক্ষার্থীরা স্বরস্বতী পূজায় অংশ নিয়ে দেবীর চরণে অঞ্জলী দিয়েছেন।
রাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে বর্ণাঢ্য আরতি ও প্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪,২০১৪