php glass

সাম্প্রদায়িক হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি

24 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সাম্প্রদায়িক হামলা মোকাবেলা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।

চট্টগ্রাম: সাম্প্রদায়িক হামলা মোকাবেলা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সমাবেশে তারা এ দাবি জানান।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, রাজনীতির নামে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সিইউজে সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডা. মাহফুজুর রহমান।

সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম এবং মানবাধিকার সংগঠক ডা. বি বি রায় চৌধুরী।

বক্তারা বলেন,‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পর উগ্রবাদী গোষ্ঠীর দেশব্যাপী অরাজকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলা বন্ধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

প্রতিবাদী সাংবাদিক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, শিক্ষক নেতা এম এ ওয়াহাব চৌধুরী ও সৈয়দ লকিতুল্লাহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য রণজিৎ রক্ষিত, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সহ-সভাপতি অঞ্চল চৌধুরী।

এছাড়া সিইউজে সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ, চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী শওকত বাঙালি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অনুপ সাহা, সাবেক ওয়ার্ড কাউন্সিল জামাল হোসেন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

ksrm
র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ
জাবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ
'সিরিয়ায় তুর্কি অভিযানে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ'
সাইবার আক্রমণ প্রতিরোধে সতর্কতার বিকল্প নেই
‘চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে তরুণদের গড়ে তুলতে হবে’


৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট আয় বিএসসির
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন
দুর্নীতির অভিযোগ পেলে সিটি নির্বাচনে মনোনয়ন নয়
নাশকতা মামলায় আব্বাস-আলালসহ ৫৬ জনের বিচার শুরু
মাঠের আন্দোলনে ‘ইতি’ টানলেন বুয়েট শিক্ষার্থীরা, তবে...