নগরীর কোতোয়ালী থানার মৌসুমি আবাসিক এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফয়েজকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার মৌসুমি আবাসিক এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফয়েজকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটার দিকে নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পর নগরীর বাকলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জামায়াত আমীর আবুল ফয়েজকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর মোর্শেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার পর বাকলিয়া থানার মৌসুমি আবাসিক এলাকায় একটি বাসায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠকে বসেন মাওলানা আবুল ফয়েজ।
খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতা-কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আবুল ফয়েজ পালাতে পারেননি। বাসার সামনে থেকে পুলিশ তাকে আটক করে।
বাংলাদেশ সময়:১৬০০ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।