php glass

দমকা হাওয়ার পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সকালের দমকা হাওয়ার পর রাজধানীতে নামে এক পশলা বৃষ্টি/ছবি: জনি সাহা

walton

ঢাকা: কয়েকদিনের ভ্যাপসা গরমে রাজধানীবাসীর জনজীবনে ছিল হাঁসফাঁস। সকালে সেই গরমের মধ্যে এক পশলা বৃষ্টি জনজীবনে এনেছে খানিকটা স্বস্তি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টি হয়েছে সকালে।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিক থেকেই রাজধানীর বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হওয়ার খবর মিলেছে। মিরপুরে সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর আগে থেকেই ছিল দমকা হাওয়া। রাজধানীর দক্ষিণাংশে দমকা হাওয়ার সঙ্গে সকাল ১০টায় সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, নোয়াখালী, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বাংলানিউজকে বলেন, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দিকে মঙ্গলবার থেকেই একটু বৃষ্টি হচ্ছে।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহসহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বুধবার বৃষ্টিপাত হতে পারে।

৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের কার্যশক্তি বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমআইএইচ/এএ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সেভিয়ার কাছে লিভারপুলের হার
রাজধানীতে ৫ ডাকাত আটক
ধোবাউড়ায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার
বরিশালে কলেজছাত্রীর আত্মহত্যা


ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় শিশুদের পাঠদান
ছোটপর্দায় আজকের খেলা
জমতে শুরু করেছে ভাসমান পেয়ারার বাজার
টানা বৃষ্টিতে লোকসানে মরিচ চাষিরা
১১ ঘণ্টায়ও মেলেনি তুরাগে পড়া ট্যাক্সিক্যাব