php glass

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রভাষক নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

walton

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলা ও ইংরেজি ভার্সনে প্রভাষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে।

 

১) পদের নাম: প্রভাষক (বাংলা মাধ্যম)
পদ সংখ্যা: ২টি (রসায়ন)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। প্রভাষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতাদি: প্রভাষক পদে সরকারি বিধি মােতাবেক ২২,০০০/ টাকা বেতন এবং প্রতিষ্ঠানে প্রচলিত বিধি অনুযায়ী শ্রেণি-শিক্ষক ভাতা, পি.এফ, কল্যাণ-সুবিধা, গ্রাচুইটি, অবসর ভাতাসহ অন্যান্য সুবিধাদি।

২) পদের নাম: প্রভাষক (ইংলিশ ভার্সন)
পদ সংখ্যা: ৮টি। (গণিত -২টি, রসায়ন -২টি, পদার্থবিজ্ঞান -২টি, প্রাণিবিদ্যা -১টি, উদ্ভিদবিদ্যা -১টি)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ইংরেজি মাধ্যমে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। প্রভাষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতাদি: প্রভাষক পদে সরকারি বিধি মােতাবেক ২২,০০০ টাকা বেতন এবং প্রতিষ্ঠানে প্রচলিত বিধি অনুযায়ী শ্রেণি-শিক্ষক ভাতা, পি.এফ, কল্যাণ-সুবিধা, গ্রাচুইটি, অবসর ভাতাসহ অন্যান্য সুবিধাদি।

আবেদন ও পরীক্ষা: ১৯ জুলাই সকাল ৮টা থেকে ১০টার মধ্যে সরাসরি ‘কলেজ ক্যাম্পাস, রূপনগর আ/এ মিরপুর, ঢাকা’ ঠিকানায় জমা দিতে হবে। একই দিনে সকাল ১১টায় লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল সাড়ে ৩টা থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি:

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

পর্তুগালের দাবানল নিয়ন্ত্রণে ‘সবচেয়ে বড় অভিযান’
বিমানবন্দর সড়কের অত্যাধুনিক আন্ডারপাস খুলবে আগামী বছর
রেনুর দাফন হয়েছে, অবুঝ শিশু জানে না মা কোথায়
স্বস্তি ফিরেছে রাতের ধূমকেতুতে
পানগুছি নদীর ভাঙনে রাস্তাসহ দুই একর জমি বিলীন


৪ ঘণ্টা পর তুরাগে উদ্ধার অভিযান শুরু
বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যার ঘটনায় আটক ৩
নদে ট্যাক্সিক্যাব, ৩ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধারকাজ 
শাহজালালে ইয়াবা পাচারকালে নারীসহ আটক ২
বেনাপোল ইমিগ্রেশনে ছিনতাইকারী আটক