php glass

আশরাফুল কবীরের দুটি কবিতা

শিল্প-সাহিত্য~কবিতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

...

walton

এ’পাশের বাড়িটা তমালিকার আর ও’পাশের
বাড়িটা রাজ-জুয়ারির;
অনেক আকাঙ্ক্ষা আর তীব্র ইচ্ছেতে ভরপুর

এখনো কেউ ডাকে নিমীলিত চোখে

এ’পাশের বাড়িটা তমালিকার আর ও’পাশের
বাড়িটা রাজ-জুয়ারির;
অনেক আকাঙ্ক্ষা আর তীব্র ইচ্ছেতে ভরপুর
তেতে থাকা চৈত্রের উঠোন; ফুরসতে 
অপার্থিব আর অলৌকিক পুণ্ডরীক কিছু পাওয়ার আশায়
অপেক্ষায় থাকে বহুদিন।

এমনি ফুরোয় সকাল, এমনি ফুরোয় বিকেল
এমনি-এমনি রোজ ফুরিয়ে যায় পঁয়ত্রিশটি দুপুর
অনেকটা কাছাকাছি এসেও কিছু বলতে গিয়ে 
থমকে দাঁড়ায় উচ্ছ্বসিত নূপুর; অবলীলায় 
রাতের মুঠোতে পুরে যায় নিস্তরঙ্গ ঘোর।

ধীরে ধীরে তমালিকার ছায়া হেলে যায়
ভারবাহী বুক খুলে দেয় মেঘেদের ডাকবাংলো
তরতরিয়ে বেড়ে উঠে শস্যের কলেবর
অতঃপর বৃষ্টি নামে কবিতা হয়ে; 
বাড়তে থাকে কবিতার বহর
চিত্রনাট্য টুকে রাখে জুয়ারি ও তার নোটবুক
ক্যাফেতে নামে ঢল।

হিরণ্যমাখা দুপুরে কে শুধোয়?
এ’পাশের বাড়িটা ছিলো তমালিকার 
আর ও’পাশের বাড়িটা ছিলো জীবন-জুয়ারির
পূর্ণেন্দুতে একাকার শুধু সমীকরণে রয়ে যায় 
সন্ধি-বিচ্ছেদের প্রচণ্ড ভুল!


প্রহর

ফিরছি বহু বছর পরে 
আবছা হতে থাকা বাড়িটার সদর-দরজায়।
এখনো সেই নিরেট দেয়ালের চত্বর! 
হারিয়েছে হাড়-গোড়, কুঁড়িভরা হৃৎস্পন্দন;
কড়া নেড়ে চলে কিছু চকমকি পাথর,
লুপ্ত হয়ে যাওয়া শ্রবণ!
আজো মৃদু বাতাসের অপেক্ষায় থাকে 
এক জরাজীর্ণ ভেন্টিলেটর! 
শুধুমাত্র আড়ালে পড়ে রয় দু-এককথা; কিয়ৎ
পাহারাবিহীন সারিবদ্ধ প্রহর।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমজেএফ

কসবায় ট্রেন সংঘর্ষে হতাহতে ঘটনায় স্পিকারের শোক
শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু
কসবায় ট্রেন দুর্ঘটনা তদন্তে পাঁচটি কমিটি
‘বুলবুল’র তাণ্ডবে ৫০৫০৩ কৃষক ক্ষতিগ্রস্ত, দ্রুত পুনর্বাসন
মধুপুরে আড়াই লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক


ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক
তুর্ণার লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী 
৭০৩ যাত্রী নিয়ে সিলেট ছাড়ে উদয়ন
অস্ট্রেলিয়ার ক্রিকেটার সংগঠনের প্রেসিডেন্ট হলেন ওয়াটসন
রেল দুর্ঘটনা: সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার নির্দেশ