php glass

তিনটি কবিতা | অনুপম মণ্ডল

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিনটি কবিতা | অনুপম মণ্ডল

walton

চক্রবাল রেখা

দিনান্তে একটি কথাই অন্ধকারাবৃত ঊর্ধ্বাকাশে, সুদূর চক্রবাল রেখায়, ঘোর হিমতমোময় কোনো তারার সম্মুখে।  যেন একাই চলেছি পথে।  ওপারের রাধালতা গাছটার ফাঁকে গোধূলির রাঙা আভা গেঁথে গিয়েছে।  কত সব কালের কথা, কত হেমন্ত সন্ধ্যার মাঠ ভেঙে, সে অনন্ত মুক্তির বাণী।  কোথাও শান্ত, স্তব্ধ আধঅন্ধকার আকাশের তলায়।  যেন অইখানে অন্য কোনো ধ্বনি নাই।  যেন অবিশ্রান্ত, অবিশ্রান্ত মেঘের ছায়া এসে থেমেছ

একটা শান্ত জ্যোতির কাছে

দেখি, একটা শান্ত জ্যোতির কাছে সে অকাতরে নিদ্রা যাচ্ছে।  শীতের অপরাহ্ণ এসে নেমেছে দূর বনের মাথায়। ঐ অনন্তের মহিমাময় বাণীর কতোখানি এসে পৌঁছাল তোমার প্রাণে।  একটি তারার ক্ষীণ আভা নত হয়ে আছে তার পাশে।  দূরে, জল ভরা বাতাসে, বিলীয়মান তটরেখায়, যেন তার একটু একটু ছায়া এসে পড়েছে।
 

নিদ্রার গভীরে

নিদ্রার গভীরে শেকড় ছড়িয়ে বসে আছি

হে ঘননাদ, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে অশোকের ডাল

আর, একটি ডাহুকের ডাক, শব্দহীন কুয়াশার ভেতরে

গিয়েছে হারিয়ে,

আমি তার গম্ভীর অবিচলতাটুকু শুধু বহন ক’রে চলেছি,

দুয়ারে দুয়ারে!  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা,  ডিসেম্বর ১৭, ২০১৭
এসএনএস

কসবায় আহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারের দাবি
মোরালেসকে রাজনৈতিক আশ্রয় দেবে মেক্সিকো
মিষ্টি দিয়েই দিন শুরু, তবে
রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক
ট্রেন দুর্ঘটনায় আহত শিশুটি খুঁজছে স্বজনদের


পাকিস্তান সফরে আগ্রহী নন ডি ভিলিয়ার্স!
কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থ সহায়তা
হৃত্বিকে ‘আসক্ত’ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
খুবিতে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না ফারুক
দুর্নীতি প্রতিরোধে কঠোর হতে হবে: দুদক কমিশনার