ছবি: শোয়েব মিথুন
ঘরের মাঠে আয়োজিত ইমার্জিং এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল উড়ন্ত ছন্দ ধরে রেখে ফাইনালে উঠেছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। ফাইনাল শুরু হবে সকাল ৯টায়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ৭ উইকেট ও ৬১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা।
এর আগে বুধবার (২০ নভেম্বর) আসরের প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তানের যুবারা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দেয় সৌম্য-শান্ত-নাঈমরা। এরপর ভারতের বিপক্ষে জেতে ৬ উইকেটের ব্যবধানে। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠে টাইগার যুবারা। সেমিতে আফগানদের হারিয়ে নাম লেখায় ফাইনালে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআরপি