php glass

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন মদ্রিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:সংগৃহীত

walton

২০১৯ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদ্রিচ। পুরস্কারটি নিতে এই মুহূর্তে মোনাকোতে ভ্রমণ করছেন রিয়াল মাদ্রিদ তারকা। ২৯ বছরের বেশি সফল ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়।

ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ ১৭তম ফুটবলার হিসেবে মর্যাদাকর এই পুরস্কারটি ঘরে তুললেন। যেখানে ২০০৩ সালে চালু হওয়া এটি প্রথমবার জেতেন রবার্তো ব্যাগিও। ব্রেসিয়ার হয়ে দুর্দান্ত খেলেন সেসময়কার ইতালিয়ান এই ফুটবলার।

পুরস্কার জয়ের পর মদ্রিচ বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। ফুটবলে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করছি।’

এর আগে গত বছর এই পুরস্কারটি জিতেছিলেন প্যারিস সেন্ট জার্মেইর উরুগুইয়ান ফুটবলার এডিনসন কাভানি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএমএস

সৌম্যের ফিফটিতে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
শ্রীনগরে বাসচাপায় চাচা নিহত, ভাতিজা আহত 
চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি, মাছেও নেই স্বস্তি
‘ঘি’ মানসম্মত না হওয়ায় মামলা
উত্তর জেলা আ’লীগের সম্মেলন ঘিরে চাঙা নেতা-কর্মীরা


শীত জেঁকে বসতেই খুলনায় হাঁস খাওয়ার মহোৎসব!
পুরোনো লাইনেই ইন্টারনেটের স্পিড বাড়বে! 
মেঘনার পাড় কেটে ইট তৈরি, ভাঙন আতঙ্ক!
সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন মিথিলা-সৃজিত!
রাউজানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ