php glass

থ্রোবল খেলতে বাংলাদেশ দল ভারতে 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

walton

বেনাপোল (যশোর):  ভারতের পাঞ্জাবে থ্রোবল টুর্নামেন্টে  অংশ নিতে বাংলাদেশ জাতীয় দলের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।  

শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ দল ভারতে প্রবেশ করে।   আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সার্কভুক্ত ৫টি দেশের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।  

 জানা যায়, ২৬ সদস্যের প্রতিনিধি দলে ২১ জন খেলোয়াড় রয়েছেন। বাকিরা অফিসিয়াল। খোলোয়ারদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১১ জন, আনসার ৬ জন ও জেল পুলিশ সদস্য ৪ জন।  

টিম ম্যানেজার রয়েছেন মাসুদ হোসেন ভিকি,  কোচ  আজম আলী খান ও শহিদুজ্জামান।   টিম ম্যানেজার  মাসুদ হোসেন ভিকি বাংলানিউজকে  বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের ছেলে, মেয়েরা টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বয়ে আনবে। পাশাপাশি এ টুর্নামেন্ট প্রতিবেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক্য জোরদার করতেও বড় ভূমিকা রাখবে।’ 

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমকেএম

ওয়ার্নারের সেঞ্চুরির পর খাজার ফিফটি
সেলস এক্সিকিউটিভ নেবে বিল্ডট্রেড ফয়েলস লিমিটেড
চোখ রাঙাচ্ছে ‘ডিজিটাল সন্ত্রাসবাদ’: মস্কো
সাভারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু


আক্ষেপ ঘুচিয়ে অজিদের বিপক্ষে ম্যাচ রাঙানোর দিন তামিমের
কীভাবে দিন শুরু করেন? 
মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতে পেলে জানান, কঠোর ব্যবস্থা
কবেলকো-কেইস নিয়ে বিল্ডকনে এসিআই মোটরস
ওয়ার্নারের সেঞ্চুরি