php glass

রহমতগঞ্জকে উড়িয়ে দিয়ে শেখ জামালের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রহমতগঞ্জকে উড়িয়ে দিয়ে শেখ জামালের বড় জয়। ছবি: শোয়েব মিথুন

walton

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোলোর অন কিংয়ের জোড়া গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ধানমন্ডির জায়ান্টরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে শেখ জামাল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রধমার্ধে গোল আদায় করতে পারেনি তারা।

বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় শেখ জামাল। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না স্ট্রাইকাররা। তবে ৭৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ধানমন্ডি পাড়ার দলটি। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন সোলোর অন কিং। ব্যবধানের দ্বিগুণ করতে সময় নেয়নি ধানমন্ডির জায়ান্টরা। ৮২ মিনিটে আবারও পেনাল্টি গোল করেন সোলোর অন কিং।

ব্যবধান বাড়িয়ে নিতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় শেখ জামাল। ৮৭ মিনিটে এমিল সাম্বোয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এরপর রহমতগঞ্জের জালে শেষ গোলটি আসে ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি সময়ের অষ্টম মিনিটে। এ গোলটি আসে রনির পা থেকে। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বাংরাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরএআর/আরআইএস

ksrm
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ
২০২৩ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের দিকে নজর বিসিবির
ঘটনা ‘আত্মহত্যা’ বলেও ‘মীমাংসা’য় লেনদেন পৌনে ৩ লাখ টাকা!
কক্সবাজারে সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের মেলা
দুর্নীতিবিরোধী অভিযানের সমর্থনে ওলামা লীগের সমাবেশ


বশেমুরবিপ্রবি’তে পদত্যাগের হিড়িক
এক্সচেঞ্জ হাউজের ন‍াম পরিবর্তনে অনুমতি লাগবে না
পায়রাবন্দরে জেটি-ক্রেনের মাধ্যমে পণ্য খালাস শুরু
দুর্দান্ত খেলেও ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ
‘সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো’