php glass

পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লিগ ওয়ান সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পিএসজি তারকা এমবাপ্পে-সংগৃহীত

walton

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা অনেকদিন ধরে চোখ রাখছে তার ওপর। নিজেও একসময় সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার চিন্তা করেছিলেন। তবে পিএসজি সরাসরি জানিয়ে দিল, পার্ক দে প্রিন্সেস ছেড়ে কোথাও যাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুমেও পিএসজিতে থাকছেন ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড।

চলতি মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমবাপ্পে। পিএসজিকে টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ লিগ ওয়ান জিতিয়েছেন। ৩২ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০১৮-১৯ মৌসুমে লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

রোববার পুরস্কার জয়ের পর বিশ্বকাপ জয়ী এই তারকা একটু ইঙ্গিত দিয়েছিলেন, ‘অন্য কোথাও নতুন প্রজেক্ট’ শুরু করার।

এমবাপ্পের কথাটাকে নাকচ করে দিয়ে পিএসজি এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ‘এমবাপ্পের সঙ্গে পিএসজির বন্ধন খুব শক্ত।’

২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পেকে ধারে এনেছিল পিএসজি। এরপর থেকে পার্ক দে প্রিন্সেসে আছেন তিনি। পিএসজি গত বছর ১৬৬ মিলিয়ন পাউন্ডের ‍চুক্তি করে এমবাপ্পের সঙ্গে। নেইমারের পর বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় এমবাপ্পে।

পিএসজির জার্সিতে ৮৬ ম্যাচে ৫৯ গোল করেছেন এই ফরাসি তারকা। জিতেছেন দু’টি লিগ ওয়ান এবং একটি ফ্রেঞ্চ কাপ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘন্টা, মে ২১, ২০১৯
ইউবি/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন: ফুটবল
ksrm
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ
২০২৩ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের দিকে নজর বিসিবির
ঘটনা ‘আত্মহত্যা’ বলেও ‘মীমাংসা’য় লেনদেন পৌনে ৩ লাখ টাকা!
কক্সবাজারে সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের মেলা
দুর্নীতিবিরোধী অভিযানের সমর্থনে ওলামা লীগের সমাবেশ


বশেমুরবিপ্রবি’তে পদত্যাগের হিড়িক
এক্সচেঞ্জ হাউজের ন‍াম পরিবর্তনে অনুমতি লাগবে না
পায়রাবন্দরে জেটি-ক্রেনের মাধ্যমে পণ্য খালাস শুরু
দুর্দান্ত খেলেও ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ
‘সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো’