php glass

সব দলের অংশগ্রহণে গণতন্ত্র সুসংহত হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার

walton

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার (১৯ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিঁয়াজো কমিটির সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

জাপা মহাসচিব বলেন, নির্বাচনের ফলাফল দেশের ভোটাররাই নির্ধারণ করবেন। তাই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সময় ভোটারদের প্রতি আস্থা রাখতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণের ফলে গণতন্ত্র সুসংহত হবে।
 
রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। সব দল মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে।
 
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসই/জেডএস

কবি-সাহিত্যিক ও শিল্পীদের স্মরণে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’
ছয় উইকেট তুলে আফগানদের কোনঠাসা করলো বাংলাদেশ
শিশুদের ঝগড়া মেটাতে গিয়ে সংঘর্ষে জড়ালেন বড়রা
আমি মনে করতাম জিয়ার আরেক নাম ‘শহীদ’
নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিব


আমার হাতে একটাও সিনেমা নেই: শাহরুখ খান
মগবাজারে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে 
বাউফলে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের পর উদ্ধার, আটক ৮
জোড়া উইকেট নিয়ে আফগানদের চাপে ফেললেন সাকিব
নারী পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার