জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা (ফাইল ফটো)
ঢাকা: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইল যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
শুক্রবার (১৬ নভেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম।
তিনি বলেন, ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে শনিবার (১৭ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ঐক্যফ্রন্টের নেতারা।
তবে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। শনিবার তিনি নিজ এলাকা ঠাকুরগাঁও যাবেন।
টাঙ্গাইল থেকে ফিরে দুপুর ১২টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমাবেশে যোগ দেবেন ড. কামাল হোসেনসহ নেতারা।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমএইচ/ওএইচ/