php glass

ডাক্তারদের ভুলে জন্মসনদে মেয়েকে ছেলে হিসেবে নিবন্ধন!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত 

walton

সাত মাস আগে সন্তান জন্ম দিয়েছিলেন কাজাখস্তানের আলমাটির বাসিন্দা ক্রিস্টিনা ববকোভা। হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছিল, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। পরে, হাসপাতালেই জন্মসনদ তৈরি করে শিশুটির নাম রাখা হয় ম্যাক্সিম।

কিন্তু, হাসপাতাল থেকে ফেরার পর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে ম্যাক্সিম। প্রচণ্ড দুর্বল শিশুটির সমস্যা সম্পর্কে জানার জন্য চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায় শিশুটি আসলে ছেলে নয়, মেয়ে।

বিরল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোমে আক্রান্ত শিশুটি। এই রোগে তার লিঙ্গের আকৃতি স্ফীত হয়ে যায়। লিঙ্গের ভিন্নতর আকৃতির কারণেই হাসপাতালের চিকিৎসকরা ভুল করে তাকে ছেলে মনে করেছিলেন। 

শিশুটির মা ক্রিস্টিনা জানান, হাসপাতাল থেকে আসার পর শিশুটি দিন দিন দুর্বল হতে থাকে। তীব্র অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সে বিরল রোগে আক্রান্ত।  

এর পরপরই ক্রিস্টিনা তার সন্তানের নাম পরিবর্তন করে রাখেন আনা।

কিন্তু আনা’র জন্মসনদ অনুযায়ী সে এখনো ছেলে হিসেবেই স্বীকৃত। সহজে তার জন্মসনদ পরিবর্তন করা সম্ভব হচ্ছে না।

বিরল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোমে আক্রান্ত শিশুটি। ছবি: সংগৃহীত

বিষয়টি সমাধানের জন্য ক্রিস্টিনা আদালতে অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন জন্মসনদ তৈরির নির্দেশ দেওয়া হয়।

ক্রিস্টিনা জানান, হাসিতে, আচরণে এমনকি চিৎকারেও শিশুটি মেয়ে। শুধু তার লিঙ্গই স্ফীত।

শিশুটি এখনো চিকিৎসাধীন। বয়স ১৮ মাস হলে তার সার্জারি করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এবি/একে/কেএসডি

চুরির দায়ে বেনাপোল কাস্টমস হাউজের ৫ সদস্য বরখাস্ত 
বিএনপি জাতীয়তাবাদী শক্তির প্লাটফর্ম: গয়েশ্বর
রাজধানীতে র‍্যাবের অভিযানে আটক ২
ভয়াল ১২ নভেম্বর
পাওনার দাবিতে বিজেএমসি কার্যালয় ঘেরাও


শেবাচিমে নবজাতক চুরির সময় নারী আটক
আফগানদের হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ
ভাস্কর্যশিল্পী রঁদ্যার জন্ম
ফুলগাজী সীমান্তে বাংলাদেশি নারী আটক
আবরার মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা