php glass

খুলনায় কর মেলার শেষ দিনে ৮ কোটি ৭০ লাখ টাকা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আয়কর মেলায় সেবা দিচ্ছেন খুলনা কর অঞ্চলের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

walton

খুলনা: আয়কর মেলার শেষ দিন বুধবার (২০ নভেম্বর) খুলনা অঞ্চলে ৮ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা আয়কর জমা পড়েছে। এদিন খুলনা অঞ্চলে মেলায় সেবা গ্রহণ করেছেন ১৫ হাজার ৩৬৪ জন। রিটার্ন দাখিল করেছেন নয় হাজার ৭৮৮ জন। নতুন টিআইএন (আয়কর সনদ) গ্রহণ করেছেন ৩৪২ জন।

এর মধ্যে খুলনা জেলায় ছয় কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ৫৭৫ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৫ হাজার ৮৫৬ জন। রিটার্ন দাখিল করেছেন তিন হাজার ৪৬৮ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১৩৫ জন।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় সন্ধ্যায় বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গত ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্টেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ দেওয়া, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমআরএম/আরআইএস/

সৌম্যের ফিফটিতে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
শ্রীনগরে বাসচাপায় চাচা নিহত, ভাতিজা আহত 
চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি, মাছেও নেই স্বস্তি
‘ঘি’ মানসম্মত না হওয়ায় মামলা
উত্তর জেলা আ’লীগের সম্মেলন ঘিরে চাঙা নেতা-কর্মীরা


শীত জেঁকে বসতেই খুলনায় হাঁস খাওয়ার মহোৎসব!
পুরোনো লাইনেই ইন্টারনেটের স্পিড বাড়বে! 
মেঘনার পাড় কেটে ইট তৈরি, ভাঙন আতঙ্ক!
সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন মিথিলা-সৃজিত!
রাউজানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ