php glass

বগুড়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ৪৪ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

walton

বগুড়া: বগুড়ায় বেশি দামে লবণ বিক্রির অভিযোগে ৪৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে বগুড়া সদর উপজেলারই ১৭ জন।

এর আগে মঙ্গলবার দুপুরে লবণের দাম বেড়ে যাচ্ছে এমন গুজবের খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন শহরের বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে। এই গুজবের সুবাধে কিছু অসাধু ব্যবসায়ী ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে লবণ বিক্রি করেছেন।

এরপর গুজব মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলাজুড়ে মাইকিং করা হয়। একইসঙ্গে বেশি দামে লবণ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের নামে পুলিশ।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেল থেকেই দোকানগুলোতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। এসময় বাজার মূল্য থেকে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে ৪৪ জন বিক্রেতাকে আটক করা হয়।

আটক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিএ

পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা
সেঞ্চুরির পর তামিমের ৫
খাগড়াছড়িতে ডিজিটাল দিবস র‌্যালি-সভা
এ রায়ে আমরা ‘শকড’: মাহবুব উদ্দিন
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 


কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
২০২৩ সালের মধ্যে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে
এটা সরকারের নয়, আদালতের বিষয়: কাদের
‘বিপিএলের উদ্বোধনে মুক্তিযুদ্ধের গান না থাকা লজ্জার’
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ১৩