php glass

‌সিলেটের বাজারে লব‌ণ সংকটের গুজব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লবণের দাম নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে সিলেটে। ছবি: বাংলানিউজ

walton

সিলেট: ‌পেঁয়াজের পর এবার সিলেটের বাজারে লবণের দাম বৃদ্ধি নিয়ে গুজব সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে নিত্য প্রয়োজনীয় এ দ্রব্যের মধ্যে দাম বেড়ে যাওয়ার গুজবের কারণে ক্রেতারা লবণ কিনতে দোকানে দোকানে ভিড় করছেন।

আর এ সুযোগে কিছু ব্যবসায়ী ৩৫ টাকা কেজির লবণ ১২০ থেকে ১৫০ টাকা দামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ লবণের দাম বেড়ে যাওয়ার খবরে অনেকেই চড়া দামে লবণ কিনে রাখছেন। রাত ৮টার পর থেকে নগরীর বি‌ভিন্ন দোকানে আর লবণ পাওয়া যা‌চ্ছিল না।

নগরের জিন্দাবাজারের বাসিন্দা ভুট্টু চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, লবণের দাম বেড়েছে এ খবর শোনার পর আমি চড়া দাম দিয়ে ৪ কেজি লবণ কিনে রেখেছি।

নাম প্রকাশ না করার শর্তে নগরের মিরাবাজারের সৌরভ স্টোরের স্বত্বাধিকারী বলেন, আমার দোকানে ৮০ কেজি লবণ ছিল। সব লবণ একজন এসে পাইকারি হিসেবে কিনে নেয়।

পাশের দোকানের ইলাল মিয়া বলেন, দাম বেড়েছে শোনার পর লবণ আশি টাকা কেজি চাইলে কয়েকজন এই দামেই সব লবণ কিনে নেন।

‌সি‌লেট চেম্বার অব কমা‌র্সের সভাপ‌তি আবু তা‌হের মো. শো‌য়েব বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে কিছু সুবিধাবাদী মানুষ। দেশে লবণ সংকটের কোনো ঘটনা ঘটেনি। এই গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।

এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য কল করা হলে সেটি রিসিভ হয়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, যারাই গুজব রাটাবে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনইউ/এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন: সিলেট
তথ্য কমিশন-এটুআই’র মধ্যে চুক্তি সই
বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের যাত্রা শুরু
জাপার সম্মেলন উপলক্ষে প্রচার উপ-কমিটির সভা
‘নারীর প্রতি সহিংসতার প্রকাশ্য প্রতিবাদ করতে হবে’
বগুড়ায় ইউপি সদস্যকে ইয়াবাসহ আটক


সালমান-ক্যাটরিনার পারফরম্যান্সে শেষ হলো বিপিএল’র উদ্বোধনী
ট্রাক্টরই এখন কৃষকের ‘গলার কাঁটা’
বাংলাদেশকে অনেক ভালোবাসি: সালমান খান
পঞ্চগড়ে শীতের তীব্রতা চরমে, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু
ইতিহাসের এই দিনে

বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু