php glass

আড়াইহাজারে কেমিক্যাল দিয়ে কলা পাকানোয় আড়ত সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেমিক্যাল দিয়ে কলা পাকানোয় আড়ত সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

walton

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী বাজারে কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগে একটি কলার আড়ত সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

মো. উজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে গোপনে খবর আসে দীর্ঘদিন ধরে গোপালদী স্কুল রোড এলাকায় মোস্তফার কলার আড়তে কেমিক্যাল দিয়ে কলা পাকানো হয়। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। প্রথমে ক্রেতা সেজে জানতে চাওয়া হয়, কলা কীভাবে পাকানো হয়। এসময় মালিক মোস্তফা মশার কয়েল দিয়ে পাকানো হয় বলে জানান।

পরে দোকান তল্লাশি করে অনেকগুলো কেমিক্যালের বোতল উদ্ধার করা হয়। এই সুযোগে দোকান মালিক মোস্তফা পালিয়ে যায়। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কলার আড়ত সিলগালা করে দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরপি/এফএম

৬ ডিসেম্বর শক্রমুক্ত হয় মৌলভীবাজারের ৪ উপজেলা
সম্ভাবনাময় সিরামিক পণ্য তুলে ধরছে বাংলাদেশ
পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে বিক্রি হবে পেঁয়াজ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ শনিবার
কুষ্টিয়া মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অতিথি পাখির কলতানে মুখর রাউজানের লস্কর দিঘী
সৌম্যের ফিফটিতে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
শ্রীনগরে বাসচাপায় চাচা নিহত, ভাতিজা আহত 
চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি, মাছেও নেই স্বস্তি
‘ঘি’ মানসম্মত না হওয়ায় মামলা