নাঈমুল আবরার
ঢাকা: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) এই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণায়ের জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা এড়ানোসহ পাঁচ দফা সুপারিশসহ প্রতিষ্ঠানের গঠিত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।
গত ১ নভেম্বর কিশোর আলোর একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আবরারের মৃত্যু হয়। এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআইএইচ/এনটি