php glass

পানি-তেলপড়া নিতে মানুষের ঢল, মাইকে ফু দিলেন কবিরাজ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সবুজ ও পানি-তেলপড়া নিতে আসা সাধারণ মানুষ, ছবি: বাংলানিউজ

walton

কিশোরগঞ্জ: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কেউ পানি ভর্তি বোতল নিয়ে, আবার কেউ বোতলে তেল নিয়ে সমবেত হয়েছেন মাঠে। হাজারও নারী-পুরুষের ভিড়। এরমধ্যে নারীর সংখ্যাই বেশি। একজন এসে পানি ও তেলপড়া দেবেন এমন খবরে এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি আর তেলপড়া নিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ চর পলাশ মাঠে আসতে থাকেন। তৈরি করা হয় মঞ্চ। আর এ মঞ্চ থেকেই এক ব্যক্তি বোতলে ফুঁক দেবেন। দুপুরের দিকে সবুজ নামে ওই ব্যক্তি মঞ্চে আসেন। যেহেতু এক এক করে বোতলে ঝাড়-ফুঁক দেওয়া সম্ভব নয়, তাই মাইকে সবুজ নামের ওই ব্যক্তি ফুঁক দেন। প্রায় ২০ মিনিটের মত তিনি মঞ্চে অবস্থান করেন। মঞ্চ থেকে এসময় তিনি কোরআন ও হাদিসের আলোকে মানুষকে কিছু উপদেশও দেন। এ সময় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু মঞ্চে উপস্থিত ছিলেন।
পানি-তেলপড়া নিতে আসা সাধারণ মানুষের ঢল, ছবি: বাংলানিউজবিষয়টি নিশ্চিত করে সুখিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু বাংলানিউজকে জানান, তিনি (সবুজ) পীর নন, সাধারণ মানুষের মতই। তার নাম সবুজ। ময়মনসিংহের ভালুকার পাইলাবর গ্রামে তার বাড়ি। কোরআন ও হাদিসের আলোকে তিনি মানুষকে কিছু উপদেশ দিয়েছেন। 

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ওএইচ/

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম
অবশেষে দেশে ফিরলেন নির্যাতিত সুমিসহ ৯১ নারী
‘নার্স ভিসার কথা বলে সৌদি পাঠানো হয় সুমিকে’
‘জীবদ্দশায় শতবার্ষিকী উদযাপন বিরল সুযোগ’
 এখনো ফিরে পাওয়ার স্বপ্ন দেখে উপকূলবাসী


টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
বরিশালে নবান্ন উৎসব ১৪২৬ বাতিল
রাজধানীতে মাদকসহ আটক ৮
মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার আহ্বান
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত