php glass

গাজীপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর

walton

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দু'জন হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার গোপীনাথপুর এলাকার ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রামের পাইকপাড়া কৃষ্ণপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে লুৎফর ও সাকিব উল্টো পথে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। মাওনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সাকিব মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় লুৎফরকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহত দু’জনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই মঞ্জুরুল।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯ 
আরএস/আরআইএস/

দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুরে কাওসার হত্যায় ছাত্রলীগের প্রতিবাদ
ঈশ্বরদীতে নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
কক্সবাজারে ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল
সোনামসজিদ সীমান্তে ১১৩০ বোতল ফেনসিডিল জব্দ


দুর্নীতি-সন্ত্রাস বন্ধের দাবি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের
দলের নাম ভাঙিয়ে অন্যায় করতে দেবেন না মেয়র সাদিক
নওগাঁয় ঘুষসহ সাব-রেজিস্ট্রি অফিসের দু’জন দুদকের হাতে আটক
আমিরাতের মানবসম্পদমন্ত্রীর সঙ্গে ইমরান আহমদের বৈঠক
স্পিকারের সঙ্গে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ