php glass

২১ আগস্ট হামলায় জড়িতদের ফাঁসির রায় বাস্তবায়নের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতিবাদ সভা

walton

ময়মনসিংহ: ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর শিববাড়ি রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। 

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্তর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইকরামুল হক টিটু।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হোসাইন জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই নারকীয় গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল ঘাতকরা। এরইমধ্যে এই গ্রেনেড হামলার রায় হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই রায় বাস্তবায়নের পাশাপাশি মাস্টার মাইন্ডদেরও সর্বোচ্চ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯ 
এমএএএম/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন: ময়মনসিংহ আওয়ামী লীগ
উত্তরা ইপিজেডের কারখানার গুদামে আগুন
সামাজিক যোগাযোগমাধ্যমে এগিয়ে মমতার দল
ব্রাইটনের কাছে হেরে আবারও জয় বঞ্চিত আর্সেনাল
‘শ্যূটিং প্রতিযোগিতার প্রসার দীর্ঘদিনেও করতে পারিনি’
১০ বছরে পদার্পণ করলো ফেনী রিপোর্টার্স ইউনিটি


মেহেরপুরে হেরোইনসহ ২ মাদকবিক্রেতা আটক
শাবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সেমিনার
রাজ্যপালের সঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ
মেহেরপুরে গাঁজাসহ মাদকবিক্রেতা আটক
‘গণতন্ত্রের সংগ্রামে ‘মওলানা ভাসানী’ প্রাসঙ্গিক হয়ে উঠছেন’