php glass

পটুয়াখালীতে ভিপি নূরের ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভিপি নুরুল হক নূর, ফাইল ফটো

walton

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূরের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিজের খালার বাড়ি বেড়াতে যাওয়ার পথে দশমিনা ও গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে তার ওপর হামলা হয়।

হামলায় নুরুল হকের সঙ্গে থাকা অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় তার বহরের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে দাবি করা হয়েছে।

নুরুল হকের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু বাংলানিউজকে বলেন, গলাচিপা থেকে মোটরসাইকেলে করে দশমিনায় আমাদের বাড়ি আসার পথে একদল সন্ত্রাসী নূরের ওপর হামলা চালায়। এতে সে আহত হয়। বর্তমানে সে অজ্ঞান অবস্থায় রয়েছে। একইসঙ্গে এই হামলায় তার সঙ্গে থাকা অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
টিএ

ksrm
কান্তজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
ভোক্তার পছন্দ ব্র্যান্ডের ফার্নিচার
ভুত তাড়াতে কার্তিকের সঙ্গী হলেন কিয়ারা আদবানি
থলের বিড়াল বের হতে শুরু করেছে: মোশাররফ
পারভেজকে চাপা দেওয়া বাসের চালকের আসনে ছিলেন সহকারী


বিএএফ শাহীন কলেজে শিক্ষকতার সুযোগ
কটিয়াদীতে কাভার্ড ভ্যানচাপায় যুবদল নেতা নিহত
নির্বাচন নয়, যেনো ব্যবসায়ীদের মিলনমেলা
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের দাবি
সঙ্গীত শিল্পী পারভেজকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার