php glass

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকা‌ঠি

walton

ঝালকা‌ঠি:  ঝালকাঠিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) ঝালকা‌ঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা ও নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুরা হলো ঝালকা‌ঠি পৌর শহরের কাঠপট্টি এলাকার মো. ফরিদ হোসেনের ছেলে সোলায়মান (৪) ও নলছিটির প্রতাপ গ্রামের মোটর মেকানিক মো. রমিজ খানের মেয়ে রিপা আক্তার (৫)।

পরিবারের বরাদ দিয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী সমীর দাস বাংলানিউজকে জানান, শিশু সোলায়মান দুপুরে খেলতে গিয়ে বাড়ির আঙিনার পুকুরে পড়ে যায়। পরে তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুরে নলছিটি উপজেলা ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব গ্রা‌মে বাড়ির সামনে একটি পুকুরে পাশে এক সাথে খেলা করছিল রিপা ও তার বড় বোন। সকালের বৃষ্টির পানিতে পুকুর পাড়ের কাঁদামাটি পিচ্ছিল হওয়ায় বোনের দৃষ্টি এড়িয়ে পা পিছলে পানিতে পড়ে যায় যায় রিপা। পরে তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান সমীর। 

বাংলা‌দেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএস/আরআইএস/

অপেক্ষার অবসান হচ্ছে, আসছে রুনার সুরে-কণ্ঠে ‘ফেরাতে পারিনি’
ছুটির দিনেও উপচে পড়া ভিড় রাজশাহীর আয়কর মেলায়
পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে ট্রাক চালকরা
পশু-পাখিদের পেটফাটানো হাসির যতো ছবি! 
অলি আহমদের সঙ্গে রাজনীতি আর করবো না: সেলিম


রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘে ফের রেজোলুশন পাস
স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
জিরুদের গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা
শুরু হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’
চসিক নির্বাচনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন