ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত
ঢাকা: ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী জেরুজালেমের সুরে বাহার শহরের ওয়াডি হামাস এলাকায় কয়েক ডজন ফিলিস্তিনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
জাতিসংঘ, জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ), ওআইসি সম্মেলন এবং সিএফএম-এর রেজুলেশনগুলোর প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। এই ধরনের কার্যক্রম স্পষ্টভাবে জাতিসংঘের রেজুলেশন ২৪২ এবং ৩৩৮ এর পুরোপুরি লঙ্ঘন।
এই ধরনের অবৈধ কাজের জন্য ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এই ঘটনায় ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।
বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
টিআর/এসএ