php glass

বাজেট অধিবেশন সমাপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

walton

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর গঠিত বর্তমান সংসদের এটি ছিলো তৃতীয় অধিবেশন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

এই বাজেট অধিবেশন শুরু হয় গত ১১ জুন। ওইদিন ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। গত ৩০ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

অধিবেশনের সমাপ্তি বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সরকারের বাজেটের উন্নয়নের যে সাফল্য এসেছে এরই পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অব্যাহত রাজনৈতিক স্থিতিশীলতা। দেশে সংসদীয় গণতন্ত্রের অব্যাহত চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

তিনি বলেন, সংসদকে কটাক্ষ, কটূক্তি করা, অবমাননাকর বক্তব্য দেওয়া প্রত্যাশিত নয়। এটা গণতন্ত্রের ভিতকে দুর্বল করে। অসাংবিধানিক শক্তিকে উৎসাহিত করে। সংসদকে অমর্যাদা করা দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। 

অধিবেশন সমাপ্তি সংক্রান্ত সংসদ সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই অধিবেশনের ২১ কার্যদিবসে মোট ৭টি বিল পাস হয়। ৭১ বিধিতে পাওয়া ২৩৫টি নোটিশের মধ্যে ১২টি গ্রহণ করা হয়। 

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য প্রশ্ন জমা পড়ে ৯৩টি; তিনি উত্তর দেন ৪১টি প্রশ্নের।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯ 
এসকে/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুক্তাগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ধর্ষক-হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি মহিলা ফোরামের
‘দুই মায়ের কোল খালি করে কবরবাসী হইলি তোরা’
দুধ-দুগ্ধজাত পণ্যের মান নির্ণয়ে বাকৃবিতে টাস্কফোর্স
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সচেষ্ট বাংলাদেশ


উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
তবু নিউজিল্যান্ডের সেরা নাগরিকের মনোনয়নে স্টোকস
দুর্নীতিকে অন্যভাবে দেখার সুযোগ নেই: কাদের
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি আসছে: ফারুক
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১