php glass

গাংনীতে মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের গুলি, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ম্যাপ

walton

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্র্তী কাজীপুর গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে এনামুল ইসলাম (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ সময়  ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল ইসলাম কাজীপুর বর্ডারপাড়া এলাকার মৃত দাউদ হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওবাইদুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা জব্দ করে পুলিশ। 
 
তিনি বলেন, স্থানীয়রা নিহত ব্যক্তির মরদেহ চিহ্নিত করেন। নিহত এনামুলের বিরুদ্ধে গাংনী থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজি ও ৪ টি মাদক মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি ওবাইদুল। 

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুন ২১, ২০১৯ 
এমএ/

ক্লিক করুন, আরো পড়ুন: মেহেরপুর
অপেক্ষার অবসান হচ্ছে, আসছে রুনার সুরে-কণ্ঠে ‘ফেরাতে পারিনি’
ছুটির দিনেও উপচে পড়া ভিড় রাজশাহীর আয়কর মেলায়
পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে ট্রাক চালকরা
পশু-পাখিদের পেটফাটানো হাসির যতো ছবি! 
অলি আহমদের সঙ্গে রাজনীতি আর করবো না: সেলিম


রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘে ফের রেজোলুশন পাস
স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
জিরুদের গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা
শুরু হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’
চসিক নির্বাচনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন