php glass

রামুতে বিনামূল্যে পাওয়ার টিলার পেলেন ৩শ’ কৃষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামুর কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। ছবি: বাংলানিউজ

walton

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বিনামূল্যে ১৫টি পাওয়ার টিলার পেলেন ৩০০ কৃষক। দলে ভাগ হয়ে ২০জন কৃষক একটি পাওয়ার টিলার ব্যবহার করবেন। এছাড়া একই দিন ৫৯টি পানির পাম্প বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে রামু উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আনুষ্ঠানিকভাবে এসব  কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল।

জানা গেছে, জাতিসংঘের কৃষি বিষয়ক সংস্থা এফএও-এর সহায়তায় কৃষকদের এ সহায়তা দেওয়া হয়। উপজেলার ১১ ইউনিয়নে ১৫টি দলের ৩০০ জন কৃষক সরাসরি এ সুবিধা ভোগ করবেন।

এ সময় এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, এই পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণের মধ্যদিয়ে রামুর কৃষি ক্ষেত্রে নব দিগন্তের সূচনা হবে। কৃষকদের অভাব দূর হবে এবং খাদ্য উৎপাদন বাড়বে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার সভাপতিত্বে কৃষি সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক আ ক ম শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু মাসুদ ছিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯ 
এসবি/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন: কক্সবাজার
কসবায় দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত ৮
আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ জখম
আড়িয়াল বিলে বিমানবন্দরের সম্ভাবনা বহু দূরে চলে গেছে 
রাস্তায় আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না
বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন ভালো: গণপূর্তমন্ত্রী


মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু
বড় ভাইকে গলা কেটে হত্যা, সৎভাই আটক
উন্মোচিত হলো নুমাইর আতিফ চৌধুরীর ‘বাবু বাংলাদেশ’
চুরির দায়ে বেনাপোল কাস্টমস হাউজের ৫ সদস্য বরখাস্ত 
বিএনপি জাতীয়তাবাদী শক্তির প্লাটফর্ম: গয়েশ্বর