php glass

যাবজ্জীবন দণ্ড শুনে আসামি ‘পগার পার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুরের বিশেষ জজ আদালত

walton

ফরিদপুর: ফরিদপুরে আদালতের যাবজ্জীবন রায় ঘোষণার পর পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন জোড়া খুন মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। ওই আসামির নাম আফসার ফকির (৪৬)। 

বুধবার (১৯ জুন) দুপুরে আদালতের রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম বাংলানিউজকে জানান, আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছিলেন উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। এসময় সেখানে আসামিদের স্বজনদের ভিড় ছিল। এ সময় অসাবধানতাবশত পুলিশের হাত থেকে আসামি আফসার ফকির পালিয়ে যায়।  

তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

>> জোড়া খুনের দায়ে ফরিদপুরে ১৩ জনের যাবজ্জীবন

এর আগে সালথা উপজেলার নটখোলা গ্রামের গঞ্জর খাঁ ও মুশা মোল্লা নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে আফসার ফকিরসহ ১৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান ।

রায় ঘোষণার সময় ১৩ জনের মধ্যে ১১ আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দু’জন সোহরাব ফকির ও জাকির খান আসামি পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্ত বাকিরা হলেন-  মান্নান খান, সুরমান খা, মাজেদ খাঁ, ওয়াজেদ খাঁ, রাশেদ খাঁ, সিদ্দিক ফকির, ফজলু ফকির, রহমান খাঁ, রেজাউল খাঁ ও ওসমান ফকির।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
জিপি

ক্লিক করুন, আরো পড়ুন: ফরিদপুর
মঙ্গলবার জাতীয় সংসদে ২ বিল পাস
আতঙ্কে হবিগঞ্জের রেল যাত্রীরা!
বানরকে লাই দিলে মাথায় ওঠে, রাঙ্গা প্রসঙ্গে ফিরোজ রশিদ
ঐতিহ্যের সাজে মণিপুরীদের রাস উৎসব শুরু
৬ হাজারের বেশি নিলামযোগ্য কনটেইনার বন্দরে!


বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত চাচা আটক
আগের ৯ টেস্টে বাংলাদেশ-ভারত
আ’লীগ আর মুক্তিযুদ্ধের চেতনার দল নয়: মওদুদ
পাথরঘাটায় বিআরটিসি বাস খাদে, আহত ৪২
ছাত্রলীগ সারাদেশেই হামলা চালাচ্ছে, মন্তব্য ভিপি নুরের