php glass

এমভি সুন্দরবন-১০ লঞ্চে আগুন আতঙ্ক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এমভি সুন্দরবন-১০ লঞ্চ। (ফাইল ফটো)

walton

বরিশাল: বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী এমভি সুন্দরবন-১০ লঞ্চের ইঞ্জিন রুমের একটি কাঠে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুন) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটলে যাত্রী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, লঞ্চে আগুন লাগার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে এ খবর ছড়িয়ে পড়ে। ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে তাদের স্বজনদের মধ্যেও দেখা দেয় আতঙ্ক। 

লঞ্চের যাত্রী মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে লঞ্চে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যদিও লঞ্চ কর্মকর্তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

লঞ্চ কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলানিউজকে তিনি বলেন, ঠিক আগুন লেগেছে বলা যাবে না। কাঠের একটি টুকরো ধোঁয়া নির্গমনকারী পাইপের সঙ্গে ছিল। ওই পাইপটি গরম হলে সেই কাঠের টুকরোয় আগুন ধরে যায়। যা তাৎক্ষণিকভাবে নিভিয়েও ফেলা হয়। 

পরবর্তীতে বুধবার (১৯ জুন) সকালে যাত্রীদের নিয়ে নিরাপদেই লঞ্চটি ঢাকায় পৌঁছেছে বলে জানান বিআইডব্লিউটিএ-এর এই কর্মকর্তা। 

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমএস/এসএ/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন: বরিশাল
মাধবদীতে যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলায় গ্রেফতার ২
যুবকদের কর্মসংস্থানে কাজ করছে ট্রাস্ট ট্রেনিং ইনস্টিটিউট
ইনকিলাব সম্পাদকের হাইকোর্টে আগাম জামিন
বলেশ্বর নদীতে ডুবে কিশোরের মৃত্যু


বাংলাদেশ-ভারত ম্যাচে থাকবে পিঙ্কু-টিঙ্কু
বেনজেমা খেলতে চান বাবার দেশে, আলজেরিয়ান কোচের ‘না’
প্রীতি ম্যাচ খেলতে ইসরায়েল পৌঁছেছে মেসি ও আর্জেন্টিনা
৫৪ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জেলহত্যা দিবসে আ’লীগ অস্ট্রেলিয়ার আলোচনা সভা