পাচার কিশোরীরা। ছবি: বাংলানিউজ
পঞ্চগড়: চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্নস্থান থেকে ভারতে পাচার হওয়া ছয় কিশোরীকে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ফিরিয়ে আনা হয়েছে।
রোববার (১৬ জুন) দুপুরে ভারতের ইমপালস এনজিও ও বাংলাদেশের এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের সহযোগিতায় ওই ছয় কিশোরীকে ফিরিয়ে আনা হয়।
উদ্ধার হওয়া ছয় কিশোরীর বাড়ি- নড়াইল, খুলনা, পটুখালী, খাগছাঝড়ি, বাগেরহাট ও যশোর জেলায়। তাদের মধ্যে কেউ এক বছর, কেউ চার বছর আবার কেউ সাত বছর আগে পাচার হয়।
পুলিশ জানায়, দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে ভারতের ইমপালস এনজিও ওই ছয় কিশোরীকে বাংলাদেশের এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের কাছে হস্তান্তর করে। পরে বাংলাবান্ধা ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাজ শেষে তেঁতুলিয়া থানা পুলিশ ওই কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ সময় পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, ৫১ বিএসএফের কমান্ডেন্ট শ্রী কে উমেশ, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহয়তয়ার পরিচালক এসকে জেনেফা জব্বার উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাচার হওয়া ওই ছয় কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এনটি