php glass

পটুয়াখালীতে নদীর তীরে ৪৭ একর জমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নদীর তীরে ৪৭ একর জমি উদ্ধার করে জেলা প্রশাসন। ছবি: বাংলানিউজ

walton

পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদীর পশ্চিম পাড়ে নদীর তীরে (চর) সরকারি জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৭ মে) সকালে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নদীর তীরে জেগে ওঠা চরে বালি ফেলে ভরাট করা এসব জমি উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুর রশিদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবেকুন নাহারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এ সময় উদ্ধার হওয়া জমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড এবং সীমান নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয়।

জানা যায়, লাউকাঠী ইউনিয়নের পূর্ব প্রান্তে ইন্দ্রাকপুর লোহালিয়া মৌজার ১৩৫৬ দাগের ৪১.৩২ একর এবং লোহালিয়া মৌজার ২৬৩১ দাগের ৫.১৬ একরসহ মোট ৪৭ দশমিক ৪৮ একর জমি রয়েছে। একটি গ্রুপ নদীর তীরে জেগে ওঠা চরে বালি ফেলে ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন সকালে সেখানে অভিযান চালায়।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, এখন থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। নদী কিংবা জলাধার দখল করে কেউ রেহাই পাবে না। নদীর গতিপথ ঠিক রাখতে মাস্টার প্লানের মাধ্যমে নদী খনন এবং নদী শাসন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন: উচ্ছেদ অভিযান পটুয়াখালী
বয়স্ক ভাতা জোটে না প্রায় শতবর্ষী বাছিরনের
ফুলপুরে নিখোঁজ সেই যমজ তিন বোনের একজন উদ্ধার
পূর্বধলায় বাবা হত্যার অভিযোগে ছেলে আটক
বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ১, প্রত্যাহার ৩ কনস্টেবল
বহিষ্কারাদেশ প্রত্যাহারে জাহিদের করণীয় বলে দিলেন ফখরুল


পরিবারের সুসম্পর্ক গঠনে সিনেমা সহায়তা করে: শাকিব খান
উইন্ডিজের সঙ্গে জয়ে টাইগারদের অভিনন্দন কাদেরের
সাকিব-লিটনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব 
সাকিব-লিটনের ব্যাটে জয়ে উচ্ছ্বসিত মোসাদ্দেকের মা
সমর্থকরা পাশেই থাকবেন, প্রত্যাশা সাকিবের