php glass

মালিবাগে পুলিশের গাড়িতে হামলার ঘটনা তদন্তে সিটিটিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘটনাস্থল পরিদর্শন করছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম-ছবি: বাংলানিউজ

walton

ঢাকা: রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এক নারী এএসআই ও এক রিকশাচালক আহতের ঘটনা তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ ছাড়া আলামত সংগ্রহ ও বোমা বা ককটেলের ধরন বুঝতে ঘটনাস্থলে গেছে বোমা বিশেষজ্ঞ ইউনিট।

রোববার (২৬ মে) রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে, বিস্তারিত দেখার পর এক্সপার্টরা বলতে পারবে আসলে বিস্ফোরকটি ছুড়ে মারা হয়েছে না কি আগে থেকেই প্লান্ট করা ছিল।

তিনি বলেন, এখানে পাশেই সিটি এসবি অফিস, সিআইডি অফিস রয়েছে। এই মোড়ে সব সময় পুলিশের গাড়ি স্ট্যান্ডবাই থাকে৷ রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। পাশে ট্রাফিকের একজন নারী পুলিশ সদস্য ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন। বিস্ফোরণে ওই নারী পুলিশ সদস্য ও একজন রিকশা চালক আহত হয়েছেন।

মনিরুল ইসলাম বলেন, এই গাড়ির চালক ও প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাও কেউ কিছু নিশ্চিত করে বলতে পারছে না।

এর আগে গুলিস্তানে একটি হামলার ঘটনা ঘটেছে, সেটির সঙ্গে এই ঘটনার কোনো মিল আছে কি না জানতে চাইলে তিনি বলেন, গুলিস্তানের ঘটনায় কারা জড়িত ছিল তা সুনির্দিষ্টভাবে এখনও বের করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক অবস্থায় এই ঘটনার বিষয় নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৯
পিএম/এমএইচএম

ksrm
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ
২০২৩ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের দিকে নজর বিসিবির
ঘটনা ‘আত্মহত্যা’ বলেও ‘মীমাংসা’য় লেনদেন পৌনে ৩ লাখ টাকা!
কক্সবাজারে সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের মেলা
দুর্নীতিবিরোধী অভিযানের সমর্থনে ওলামা লীগের সমাবেশ


বশেমুরবিপ্রবি’তে পদত্যাগের হিড়িক
এক্সচেঞ্জ হাউজের ন‍াম পরিবর্তনে অনুমতি লাগবে না
পায়রাবন্দরে জেটি-ক্রেনের মাধ্যমে পণ্য খালাস শুরু
দুর্দান্ত খেলেও ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ
‘সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো’